হয়ত আর হবেনা বর্ষার প্রথম ও কদম তোমায় দেওয়া,,
টুপ টাপ বৃষ্টিতে ভিজে একই বাইকে চড়া।
আকাশে যখন পূর্ণ চাঁদ উঠবে তখন পূর্ণিমা কিনা প্রশ্ন করা।
হয়ত গিটার নিয়ে আসব বলে অপেক্ষায় থাকা ব্রীজটাও
এক সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিবে।
হয়ত একই ফ্রেমে বন্দী করার অপেক্ষা করে করে
ক্যামেরা হাল ছেড়ে দেবে।
তবুও কেউ একটা সারাজীবন ভাববে
এই বুঝি তুমি এলে।
এই বুঝি তুমি টিনের চালে পড়া
বৃষ্টির ন্যায় শব্দ করে হেসে উঠলে।
সময় তার নিজ গতিতে চলে যাবে
কিছু মানুষ নতুন করে স্বপ্ন দেখতে চাইবে।
তবুও কিছু মানুষ অপেক্ষা করবে।
ভাববে সন্ধ্যে হলে আকাশ এর বুক ঘেঁসে
সাদা বক যেভাবে নীড়ে ফেরে
তুমিও সেভাবেই তার বুকে ফিরবে।
কারো কারো ক্ষেত্রে হয়ত তুমি ফিরবে
কিন্তু সবার ক্ষেত্রে তা হবেনা।
তবুও অপেক্ষা করবে সে,,
রাতে যখন ঘুম আসবে না,,
শুধু এই কল্পনা করে ঘুমানোর চেষ্টা করবে
তুমি তার বুকে মাথা রেখে আছ।
হয়ত কখনো কখনো এই কল্পনা
তাকে ঘুম পাড়াবে কখনো আবার না।
তবুও সে অপেক্ষা করবে।
তবুও সে অপেক্ষা করবে।