বছর ঘুরে আবার আসছে শীত, পেয়েছো কি সে খবর!
নাকি তোমাদের ইট, পাথরের শহরে শীতকে যেতে করেছো বারন?
আমি সেই গ্রাম্য বালক, মনে রেখেছো কি!
নাকি জীবন পাতা থেকে দিয়েছো আমায় মুছে?
মনে পড়ে?, একসময় যখন থাকতে আমাদের পাশের গায়ে,
কতোই না ছুটো ছুটি করতাম চাঁদনি রাতে।


কতো রাত নদীর ধারে,
কুয়াশাতে চাঁদর জড়িয়ে, গাইতাম শীত আগমনি গান।
মনে পড়ে কি?, নাকি তাও ভুলেছ সহযে?
আমি সেই গ্রাম্য বালক,
যাকে বলেছিলে তোমাদের শহরে নেবে, কি জানি কি দেখাবে।
২৫ টি শীত-বসন্ত পেরিয়েছে বটে, কিন্তু তুমি আর আসোনি।
হয়তো গ্রাম্য বালকের, শহরে যেতে মানা।
না হয় তোমার হৃদয়ে আজ শহুরে মায়া।