কেউ ঘর পেয়েছে, কেউ বা সন্ন্যাস!
সবাই কি আর গৃহী হয়?
জেনে রাখো—
সবারই ঘর হয় তবে সন্ন্যাসীর নয়!

কেউ কেউ সন্ন্যাসী হয়
কারো কারো যন্ত্রণায়
কেউ কেউ ভবঘুরে
কারো কারো মন্ত্রণায়!

কান পেতে শোনো গৃহী—
জ্বলছে আগুন, বলছে কথা
যদিও তা নিদারুণ সত্য
গৃহীর জন্যই সন্ন্যাসী
সন্ন্যাসীর জন্য নয় গৃহী!