প্রিয় অভিমানী।
কেমন আছ?
আজকের পহেলা বৈশাখের দিনে তোমাকে খুব মনে পড়ছে।
তাই তোমাকে এই খোলা চিঠি লিখতে বসলাম।
কিভাবে শুরু করব ভেবে পাচ্ছিনা।
আমিতো অন্যদের মত গুছিয়ে কথা বলতে পারিনা।
তবুও যদি আমার এই খোলা চিঠি কোনদিন তোমার চোখে পড়ে
তবে হৃদয়ের অনুভূতি দিয়ে বুঝে নিও।


তুমি হয়তো অনেক কিছুই ভুলে গেছ।
কিন্তু দেখো, বোকার মত আমি সেই স্মৃতি গুলো আঁকড়ে ধরে বেঁচে আছি।
সেই পহেলা বৈশাখের দিনটার কথা মনে আছে তোমার?
যে বৈশাখী মেলায় প্রথম তোমার চোখে চোখ পরেছিল।
সেই যে তোমার পিছু নিলাম।
এরপর তোমার সাথে প্রেম, তোমাকে নিয়ে ছোট ছোট স্বপ্ন বোনা।
প্রায় তিন বছর পর তোমার চলে যাওয়া।
তারপর আজও তোমার পিছু ছাড়তে পারিনি।


তুমি টিপ পড়তে খুব পছন্দ করতে।
যেন এক একটা নক্ষত্র তোমার কপালে উজ্জ্বল হয়ে ফুটে থাকত।
সেবার বৈশাখী মেলা থেকে তোমার জন্য দুই গোছা চুরি আর তোমার প্রিয় চালতার আচার এনেছিলাম।
টিপ আনিনি বলে তোমার সে কি অভিমান।
আমি বললাম "সামনের পূর্ণিমায় আকাশের চাঁদ এনে তোমার কপালে টিপ পড়িয়ে দিবো।"
তুমি হেসে কুটি কুটি হয়ে বললে "পাগল, চাঁদ দিয়ে আবার টিপ পরা যায় নাকি!"


তখন আমরা অনেকটা বড় হয়ে গেছি।
দুজনেই কলেজে পড়ি।
ঐ বছর পহেলা বৈশাখের দিন বাসায় কোচিংএর কথা বলে এক সাথে দুজন মেলায় ঘুরতে গিয়েছিলাম।
মেলা থেকে আমি তোমাকে হালকা নীল রঙের একটা পুথির মালা কিনে দিয়েছিলাম।
আর তুমি আমাকে কিনে দিয়েছিলে গাঢ় কালো রঙের একটা হাত ঘড়ি।
নাগর দোলায় উঠে তোমার সে কি ভয়।
ভয়ে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে।
সেদিনই প্রথম আমি তোমার উষ্ণতা অনুভব করি।


পরের বছর বৈশাখ আশার আগেই সব কিছু এলোমেলো হয়ে গেলো।
আমাকে ভুল বুঝে চলে গেলে তুমি।
মানুষ ভুল করে, ভুল বুঝে, ভুল ভাঙেও।
কিন্তু তোমার ভুল আর ভাঙাতে পারিনি।


এখন তুমি কোথায় আছ কেমন আছ জানিনা।
তোমার দেওয়া প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত খুব যত্নে হৃদয়ের তোরঙ্গে তুলে রেখেছি।
তুমিও কি এমন যত্ন করে রেখে দিয়েছ আমার সকল স্মৃতি চিহ্ন নাকি ভাসিয়ে দিয়েছ
সময়ের স্রোতে?


তোমার ভুল ভেঙেছে কিনা অথবা কোনদিন ভাঙবে কিনা আমি জানিনা।
তবুও গত পাঁচটি বছর তোমার ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছি।


আমার এই খোলা চিঠি আকাশের ঠিকানায় তোমার উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম।
হয়ত এই চিঠি ঘুড়ি হয়ে, পাখি হয়ে অথবা পাখির পালক হয়ে তোমার কাছে পৌঁছুবে।
যদি এই প্রতিক্ষা মানবের খোলা চিঠি কোনদিন তোমার কাছে পৌঁছায়।
তুমি ফিরে এসো।
আমি আমৃত্যু তোমার প্রতীক্ষায় থাকবো।
ইতি
তোমার পথ চেয়ে থাকা
একজন প্রতিক্ষামানব