বুঝলা কবি—
জীবনটা হইলো ক্রিকেটের,
ওই ব্যাটিংয়ের মতো।
সবসময় আগ্রাসী খেললে,
আউট হইয়া যাইবার পারো।

তাই কখনো কখনো গুড লেন্থের
বলে ডিফেন্স করতে হয়,
ইয়োর্কার মারলে ব্যাট নামাইয়া
স্টাম্প বাঁচাইতে হয়।

আর বাউন্সার আইলে— মাথা
নোয়াইয়া ছাইড়া দেওন লাগে।

কিন্তু হ্যাঁ—
যদি হাফবলি পাইয়া যাও,
তখন আর থামবা না—
ডাউন দ্য উইকেটে যাইয়া
সোজা গ্যালারিতে বল
পাঠাইয়া দিবা!

ক্রিজে থিতু হইতে চাইলে,
প্রথম প্রথম ডট বল খেলতে হয়।
সিঙ্গেলস, ডাবলস নিয়া
ক্রিজে টিকে থাকতে হয়।

অধৈর্য্য হইয়া যাইয়ো না কবি—
জীবনের ক্রিজে টিকে থাকতে চাইলে
ধৈর্য্য ধইরা খেইলা যাও।

বাউন্ডারি হাঁকাইলে— দর্শক
এমনি হাত তালি দিবে,
বলবে— জব্বর একটা শট!