তুমি যদি কোন যোগ্য প্রার্থীকে ভোট দাও,
তবে তোমার ভোট তোমার করের টাকা বাঁচাবে।
তোমার সঠিক একটা ভোটই কেবল পারে
রাষ্ট্রকে দেওয়া তোমার ট্যাক্সের যথাযথ
ব্যবহার।

তোমার সঠিক একটা ভোট
কেবল তোমার পাহারাদার হবে না—
সে নিরাপদ রাখবে তোমার দেশের সার্বভৌমত্ব।

একটা ভোটের অনেক মূল্য,
যেমন একটা জীবনের।
একটা সঠিক ভোটই
জীবন বাঁচাতে পারে।

আমরা দেখেছি জীবন ঝরে যেতে,
যখন ভোটের কোন বালাই ছিল না,
মূল্য ছিল না।

তোমার সঠিক একটা ভোট
কেবল তোমার জীবনই বাঁচাবে না,
বাঁচাবে তোমার উপর নির্ভরশীল
অনেক পশুপাখি ও কীটপতঙ্গের প্রাণ।

তোমার ভোটাধিকার প্রয়োগে সীমান্তে
আর কেউ মরবে না পাখির মতো গুলিতে।
তোমার ভোটাধিকার প্রয়োগে পানির
ন্যায্য হিস্যা বুঝে পাবে,
বাঁচবে প্রাণ, প্রকৃতি, কৃষক।

তোমার সঠিক একটা ভোট
বিচারকের দায়িত্ব পালনে সহযোগিতা করবে,
তার কলম মজলুমের পক্ষে রায় দিবে।

তোমার সঠিক একটা ভোট
বুলেটের খরচ কমাবে।
তোমার সঠিক একটা ভোট
মানুষের মৌলিক অধিকার রক্ষা করবে।

যদি সঠিক ভোটাধিকার প্রয়োগ না করো,
তবে তুমি নিজেকে মূল্যহীন করে তুললে।