পিতার কোলেতে বসিয়া বালক ইউসুফ বলে,
"খোয়াব দেখেছি—চন্দ্র-সূর্য ঐ আকাশের তলে
গ্রহেরা করে মাথা নত, সেজদা করে আমায়।
বলো পিতা, এ কিসের ইশারা, প্রভুর কৃপায়?"

পিতা বলেন তাঁরে, "এ যে খোদাবন্দের ইশারা,
তোমার নসিবে যে রয়েছে নবী বংশের ধারা।
প্রিয় পুত্র, শোনো—এ কথা কাউকে বলবে না,
গোপন রাখবে, কেউ যেনো জেনে ফেলে না।"

ইউসুফে পিতার স্নেহ দেখিয়া হিংসায় জ্বলে,
ভাইরা বলে, "প্রেম শুধু ইউসুফে পিতার দিলে!
আমরা কি পর? পিতা, কোথায় আমাদের স্থান?
পিতা তার সব স্নেহ কেন ইউসুফে করে দান?"

ষড়যন্ত্র করে তাহারা শয়তানের ফন্দিতে,
পাষাণ হৃদয় বন্দি হয় অন্ধকার বন্দিতে।
ছলাকলা করে ইউসুফেরে নিয়ে যায় তারা,
বকরি চড়াতে দূর মাঠে, সৎ দশ ভাইয়েরা।

বলে, "তুই বঞ্চিত করেছিস পিতার স্নেহ থেকে
মোদের সব ভাইরে—দূরে সরিয়ে দেব তোকে!"
এক ভাই বলে, "কূপেতে ফেলে দিই তাহারে—
তার থেকে পিতার স্মৃতি যাক মুছে একেবারে!"

গভীর কূপের তলে ফেলে যায় ইউসুফেরে নির্দয়,
ভাইয়েরা। তবু চুপ থাকেন, ধৈর্য রাখেন অক্ষয়।
বলে, "আমার রব আছেন—তিনিই করিবেন রক্ষা,
সবই তাঁর ইচ্ছা; আমার ও পিতার জন্য পরীক্ষা।"

এক বণিক দল কূপ থেকে ইউসুফেরে তুলে,
দাস রূপে মিসরের বাজারে বহু দামে হাকালে।
চরিত্রে, চেহারায় দ্যুতি—কিনিতে চায় বহু লোকে;
মিশরের এক আজিজ শত দিরহামে তাহাকে
কিনে, নিজ-পত্নীরে উপহার হিসেবে দান করে।
সুদর্শন বালক ইউসুফ বড় হয় আজিজের ঘরে।

তাকে দেখে আজিজ-পত্নীর হৃদয় প্রণয় গানে,
কাছে ডাকে, "এসো, মনপ্রাণ ব্যাকুল তব মিলনে।"
ইউসুফ বলেন, "রবের সীমা কভু ছাড়িয়ে যাবো না,
তাঁর করুণা ভুলে কভু ভুল পথে পা বাড়াবো না।"

আজিজ-পত্নী মিথ্যা দোষারোপে কয়েদ করিলে;
"কয়েদই ভালো—পাপাচার থেকে তো মুক্তি মিলে!"
কারাগারে বন্দী, খোদাবন্দ স্বপ্নে দেখান আলো—
রাজার আজব এক খোয়াব ইউসুফেরে বাঁচালো।

খোয়াবের তা’বির মিলে যায়—রাজা হন মনঃপুত!
মিশরের রাজপ্রাসাদে উঠে ইউসুফের স্তুতি শত।
মিশরের হাল ধরেন, বনে যান রাজার উজির।
দুর্ভিক্ষের দিনে হন রক্ষাকবচ—সবাই হয় অধীর,
এক নজর দেখিতে পূতপবিত্র, সুদর্শন ইউসুফুরে।

তেসোফোনবাসী পথে নেমে আসে নারীরা দোরে।
সংবাদ আসে কেনান দেশ হতে এক কাফেলার,
সাথে খাবারের সন্ধানে—পয়গম্বর য়াকুবের কুমার।
সেই দশ ভাই আজ দুঃস্থ হয়ে ইউসুফের দোরে—
তারা চেনে না তারে, তবে সে চিনেন প্রত্যেকেরে।

ভাইদের মুখে পরিবারের দুঃখের কিসসা শুনে,
অতীতের পীড়াদায়ক ব্যথা ভুলে, কাছে টেনে—
"আজ কোনো প্রতিশোধ নয়, নয় কোনো বিদ্বেষ;
আজ থেকে মিসর, বনী ঈসরাইলিদেরও দেশ।

তোমরা ফিরে যাও কেনানে, পিতার দেওয়া জামা
চোখে ছোয়ালে ফিরে পাবে সে আলো—পাবে ক্ষমা।
ভুল স্বীকার কর যদি, রবের কাছে অশ্রুসজল নয়নে—
মিলিবার অপেক্ষায় থাকিব পরিবার ও পিতার সনে।"

খোদা বলেন ইউসুফে, "সবরে, ন্যায়ের পথে থাকে যারা—
খোদার জমিনে খলিফার কুরসিতে আসীন হন তারা।"