আজ না হয় আবার আগের মতোই হই,
আজ না হয় সেই প্রথম দেখার মতো সেই মুগ্ধতাতে রই,
আজ না হয় আগের মতোই চোখে চোখে অপলক তাকাই,
আজ না হয় আগের মতোই গান গান খেলে মাতাই।
আজ না হয় কথার তালে কথা হোক,
আজ না হয় তাকিয়ে থাকুক তোমার সেই চিরচেনা চোখ।
আজ না হয় প্রথমবার ফোনে না পেয়ে যেমন উদ্ভ্রান্ত হয়েছিলো আরেকবার তেমন হোক।
আজ না হয় প্রথম মান ভাংগানোর আদুরে কথার মতো আবার একটু কথা হোক।
আজ না হয় হঠাৎ করে না বলে দূরে বহুদূরে ঘুরতে যাওয়ার মতো চলো কোথাও হারিয়ে যাই,
আজ না হয় সেই বন্যার অথৈ পানি দেখার পুরোনো জায়গাটা পানি শূণ্য মাঠই দেখতে পাই।
আজ না হয় সেই নদীর উপরের ভাসমান রেস্তোরাঁয় আরেকটিবার মালাই চা খাই,
আজ না হয় সেই মায়াবী রাতগুলোর মতো পুতুপুতু গল্প করে কাটাই।
আজ না হয় সেবারের মতো সেমিনার পালিয়ে দূরে কাশবনে চলি,
আজ না হয় আবারো বন্ধুদের আড্ডার মাঝেও নিজেরা মনে মনে গল্প বলি।
আজ না হয় প্রথম দেখার সন্ধ্যেটির মতো চুপ করে থাকি।
আজও তো রয়ে গেলো কত অপূর্ণ চাওয়া বাকী।
আজ না হয় সেই প্রথম চুম্বনের উম্মাদনায় আবার হারিয়ে যাই,
আজ না হয় আগের মতো আরেকবার তোমায় নিজের কাছে পাই।


আজ কি তুমি আবার আগের তুমি হতে পারো??
আজ না হয় আমার জন্য আগের মতো একটু সময় বের করো।।
আজ কি আমি বড্ড পুরোনো তোমার কাছে??
আজ যে আমার চোখের জল তোমার পাছে।
আজও কি অনেক কাজের ভীড়ে বড় ব্যস্ত তুমি??
আজওতো আছি একই রকম সেইযে সেই তোমারই আমি।
আজ কি তোমার কাছে আর এই আমি আগের আমি নেই??
আজ যে মনের মাঝে বড্ড ঝড় বইছেই।
আজ কি আগের মতো এক পলক দেখার জন্য মনটা আকুলিবিকুলি করে??
আজ কি মনের ভুলেও ওই মন আমার জন্য পুড়ে?
আজ কি ভালোবাসাগুলো বেশী সেকেলে হয়ে গেছে??
আজ যে আমার তুমি দূরেই রইলে মিছে।


আজ না হয় আর সেই আগের দিনগুলো নেই।
আজ না হয় আর সেই স্মৃতিমধুর সময়গুলো নেই।
আজ না হয় সেই মুহুর্তগুলো বড় দূর্লভ।


কিন্তু......
আজও তো আমি আছি,
আজও তো তুমি আছো,


আর.......
আমি তুমি মিলে আমরা কি
সময়ের আবর্তে হারিয়ে গেছি??