শহর নগর ঘুরে অবশেষে তুমি!

বে-রঙিন জীবনপাতায় স্বপ্ন বোনে শুধু তোমায় ঘিরে, বোঝ?
বেহিসাবি ভ্রুকুটি আলপনা আঁকে তবু মান- অভিমানে, খোঁজ?

বিষাদের মানভূমি পেরোই এই আমি।

তোমার গায়ের সুঘ্রাণ আজো তীব্র থেকে তীব্রতর,
উষ্ণ নিঃশ্বাস, শারিরীক তাপ, অনুভূত হয় সমভাবে।

তিলোত্তমা শহরের রাজপথ, নিয়নবাতি, থালার মত চাঁদ;
সাক্ষী রয়েছে, নিয়তির নির্মম পরিহাস উপহাস করে।

জিহবার স্বাদ, গুমোট শব্দ-রা, মুহুর্মুহু ধ্বনিতে বিমোহিত হয়,
বিমূর্ত ভাবনায় তবু গড়ে লক্ষ্মীর নিবাস, তুমি জানো?

চোখের জলে ধূসররঙের নৌকা ভাসিয়ে দিয়ে;
দিনশেষে গোলাপি-নীলে সাজিয়ে যাই তোমাকে।

(নামটি পাখি কর্তৃক খোদাইকৃত।)





- ইমরান শাহ্