নদীর বুক এসেছে শুকিয়ে,
বালির গভীরে শামুক-
শামুকের খোলে মাংসল মন,
লুকিয়ে পশুরা বাঁচুক।


ভয় যেন ব্যাধি-
ঘৃণা পশু পাখি-
মানুষের মতো যারা বন্য
সাগরে মিলাক, নদীপথে গিয়ে-
বানাও অভয়ারণ্য।