ব্যক্তিগত জীবনের দাগ নিয়ে চর্চা করতে বড় ব্যাথা হয়
বড় ব্যাথা হয় নিজ মুখে স্বার্থ সুখ দাবী করি মেনে নিতে।
বড়ো ব্যাথা হয় বলতে আমি সুখ-আলসে দুঃখবিলাসী।
তাই এক কাপ চায়ে ঝড় এনে লন্ডভন্ড টানি
আড্ডা-বিকেলে ।
ওটা সেই কলেজ জীবন থেকে করে আসি।
লেনিন থেকে গুনীন আর শিখর থেকে শিকলে তোলপাড়
বাড়ি গিয়ে নিশ্চিন্ত পরোটা আর আলুরদম
চুন থেকে পান খসলেই বিদ্রোহ সোচ্চার।
ব্যক্তিগত জীবনে কি বলতে পারি আমি চোর?
নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার।
মেয়েদের অধিকার নিয়ে একপাতা লিখি ম্যাগাজিনে
বউয়ের মোবাইল ঘাঁটি চুপে-চাপে
হাজার হলেও একটু নজরে রাখা দরকার।
ব্যক্তিগত জীবনের দাগ নিয়ে চর্চা করতে বড় ব্যাথা হয়।
বড় ব্যাথা লাগে বলতে, -লোভ হয়
বেঞ্চের নীচ থেকে আসা বান্ডিল
সব বাবুদের পকেটেই পৌঁছায়।
সরকারী চাকরির মজাটাও
দেরী করে ঢুকলেই পাওয়া যায়,
পিটিএম এ বলি গিয়ে ছুটি নিয়ে
ম্যাডাম মেয়েটা যেন সৎ হয়।
গার্জেন কল, মেয়ে চোথা নিয়ে
পাশ করে স্কুল থেকে জানালো
কি বলি , দোষ নেই মেয়েটার?
বাবা হয়ে ভুলটাকে ঢাকবো?
লজ্জায় মাথাটাই কাটা যায়,
ভাবি
বাড়ি গিয়ে খুব করে বকবো।
আয়নায় মুখ দেখে ব্যাথা হয়
এই মুখে কাকে আমি বলবো?
ব্যক্তির গত হওয়া কাল জুড়ে
মিথ্যের ছয়লাপে একাকার
চায়ের দোকানে ঝড় তোলো
এর ওর কাঁছা ধরে টান মার
কোন স্কুলে শিখেছি এ ছকবাজি
গোড়াঘরে ঘুণপোকা কারবার।