হারায়ে ফেলেছি,নীল আসমান-উন্মুক্ত বাতাস- নদীর ঘাট-লম্বা বাঁক
আর নকশী কাথার মাঠ!
হারায়ে ফেলেছি,কচুর পাতা-এক ফোঁটা বৃষ্টি জ্বল।
হারায়ে ফেলেছি,থালা ভরা তারা আর উল্কার আসমান।
হারায়ে ফেলেছি কাঁদা মাটি-কালো মেঘ আর থই-থই জ্বল।
হারিয়েছ সাদা মেঘ-
ভেসে আসা দানা-কাশফুল।
হারিয়েছি শাপলা শালুক আর ডালিম গাছের ফুল।
আজো মনে পড়ে,
বট গাছ আর কদম-কলমি ফুল।
আসল গেছে হারায়ে নকল ঠায় দাঁড়িয়ে।
আজো কোন ঘুম-ঘুম দুপুরে ছুটে যাই চেনা নদীর পারে!
হারিয়েছি সব-হারিয়েছ সব-হারিয়েছ সব আপনার।