ঝুম ঝুম ঝুম ঝুম


শোন প্রিয় বাজে ওই


দ্বার খোলো দ্বার খোলো-


প্রেমিক রানার এলো।


প্রেমের চিঠি এনেছি আমি -


ঝুম ঝুম শোন বাজে।


ভালোবাসা চাই-ভালোবাসা চাই


ঝুম ঝুম শোন বাজে।


প্রেমিক আমি-প্রেমিকা তো নেই


বুকে যদি নাও টেনে-


কৃষ্ণচূড়া ফুল হব আমি


খোঁপাতে নেবে বেঁধে-


ঝুম ঝুম শোন বাজে।


ভালোবাসা প্রিয় নেই পৃথিবীতে


হাহাকার চারিদিকে-


লাশ হয়ে ঝুলি কাঁটাতারে আমি,


ফিরে না কেউ দেখে!(২)


নারী স্রোত আজ দুই দিকে বয়


এক ভাগ শুধু মরে-


অপরভাগ আর নাই বলি ভাই,


চাকরি যে যাবে চলে!(২)


দেশটা আমার বড়ই গরীব


নয়ত সিঙ্গাপুর-


মন্ত্রীর হাতে রোলেক্স রে-ভাই


তা যদি কেউ দেখে!


চাকরি যে যাবে চলে!(২)