ত্যাগে ত্যাগী হওয়া যায়,
ভোগে ভোগী হওয়া যায়।
প্রাণ   জ্ঞাপনে শহীদ   হওয়া যায়,
কিন্তু,
সকল জীবন দানে শহীদ না হওয়া যায়,
শহীদ শব্দটি  বড় দামি,
এই একটি শব্দ  স্বর্গ গামী।


যোদ্ধা  প্রাণ দিয়ে হয় শহীদ,
যুদ্ধ বিনা হওয়া যায় না শহীদ।
৭১' এর যুদ্ধে মুক্তিযোদ্ধা দিল প্রাণ,
তাইতো  আজ তাদের এতো  সম্মান ,
স্বাধীনতার পরেও আজ মোরা বসে আছি ঘরে,
  
এই  নতুন যুদ্ধে থাকতে হই ঘরে,


যুদ্ধের ভার  কে ধরবে মানুষের তরে?
কথাই আছে,
    সকলে মোরা, পরের তরে
এই যুদ্ধে ডাক্তার।
          সাংবাদিক।     এরা সবাই  মোদের তরে।।।
               পুলিশ।