মন যে আর নেই বসে,
উদারতায় চেয়ে গেছে,
চেয়ে গেছে নৈরাশ্যায়,
কেন জানি আজ পাচ্ছি না সুখ,
সুখের যে অভাব ছিল না,
ছিল না ক্ষুধার দায়।
তবু কেন আজ এত অস্থিরতা।
টাকার প্রেমে যখন আমি হলাম মগ্ন,
ভুলেছি পরিবাররে,মা বাপরে
যখন হলো আমার রত্নের বিসর্জন
তখন আমি হলাম অন্যের দরজার পাখি,
আমার রত্ন আমাই দিল অভিশাপ,
      
সম্পর্কের দায়ে নই,
ক্ষুধার দায়ে পড়লাম সমস্যায়।
আজ বুঝিয়াছি,
কুম্ভকর্ণের ঘুমে স্বপ্ন দেখিলে হবে না
টাকা টাকা করে পাগল হলে হবে না
দুনিয়ায় সবকিছুরই আছে সীমা,
তেমনি টাকার সীমা পার করিলে পড়বে তুমি লোভে।
আর তো জানো লোভ হলো ভিক্ষার কাটি
যে রত্ন তোমায় বানিয়েছে দামি,
সে রত্ন তোমায় করবে বিপথগামী।
       মোর শেষ কথা,
বিভো, কখনো দিওনা মোরে লোভের সুখ,
তাহার  চাইতে উত্তম গরিবের অসুখ।।।।।