রক্ত জমাট চক্ষু লাল
               বলেছিলি আসবি কাল
     অপেক্ষায় পোহায়েছি রজনী
             আসলি না  তুই  স্বজনী
    ভাবছিলাম বেজে উঠবে মুঠোফোন
                      নেই খবর কোনো
       চাঁদ গুনতে গুনতে শিশির স্নাত ভোঁর
                তখনোও কাটেনি আমার ঘোর
     পাখির কিচির মিচির সূর্যের আগমণী      
            তখনো ঘুম নেই জুড়ে চোখের মণি
অগত্যা মুঠোফোন টা বেজে উঠল
কেউ একজন বলল রক্ত জবা রক্ত জবা
ভালবাসতাম খুব বেশী তোমায়
বিদায়! নিঃশ্বাস বন্ধ হয়ে গেল
মুঠোফোন টা আর কথা বলল না