চল মন সেখানে যেখানে তোর পিয়া থাকে
পূর্ণিমা প্রতি রাত সেখানে নামেনা কভু আঁধার।
লক্ষ সুর্য আলো ছড়ায় নিশিদিন,
যেন কোটি মানিকের বাহার!
চল মন সেখানে'ই যেখানে তোর পিয়া থাকে!


সে এক নগর...
যেথায় শুধুই নির্মল আলো হাসি;
প্রেমের বর্ষা ছম ছম নাচে,
মন পুলকিত দিবস রাতি
চল মন সেই আনন্দ নগরে যেখানে তোর পিয়া থাকে-
পূর্ণিমা প্রতি রাত সেখানে নামেনা কভু আঁধার।
লক্ষ সুর্য আলো ছড়ায় নিশিদিন,
যেন কোটি মানিকের বাহার!