আজও আঁকা আছে আমার বিবর্ণ দিনলিপি পাতায়
আকাশের বুকে মেঘ আর কিছু ভাসমান বক অলস
আর আছে লুকিয়ে রাখা হলদেটে গজদন্ত ডিবেটায়
তোমার ঘড়ির ছিঁড়ে যাওয়া প্রথম সোনালী বকলস


এ সবের মধ্যে কী যোগাযোগ, কে জানে, কী উপায়ে
সমুচ্চারণে কাছাকাছি, তাই সম্পর্কটা কাছাকাছির
যদিও তুমি বারবার দেখতে ঘড়ি, সময় নষ্টের ভয়ে
যেমন ফুলের তর সয় না, দেরি দেখে তার মৌমাছির


সোনালী, অলস, নষ্ট সেই দিনগুলো গেল যে কোথায়
কোথায় গেল সময়ের মাখোমাখো মৌ-ফুল ঘনিষ্ঠতা
মৌমাছিরা তো কই আর আসে না, বসন্ত ফিরে যায়
আকাশ, মেঘ, বক, ফুল, মৌ, তুমিও গুটিয়েছ পাতা


কেন সময়ের আগেই বুজেছে গজদন্ত ডিবের ঢাকনা
সোনালী বকলসে আটকিয়ে অলস বকের দুই ডানা ||


----------------------------
© ইন্দ্রনীর / ২৮ অগাস্ট ২০১৪