তোমায় খুঁজেছি কত, গ্রামে, গঞ্জে, শহরে
কিছু ঠিকানা ছিল ছেঁড়া মোড়ানো কাগজে
একটা মনের গহিনে লুকানো, অগোচরে


সে সব কাগজে লেখা ছিল না কিছুই দেখি
শুধু ছিল তাদের দুমড়ানো মুচড়ানো ভাঁজে
তোমার চেহারার চেনা হস্তাক্ষর, দুই আঁখি


ভেবেছিলাম, চেয়ে চেয়ে, চোখে চোখে
মেলাব ঠিকানা, পরিপূর্ণ শরীরের সাকিনে
হায়, দিন গেল দীঘল অবয়ব দেখে দেখে


দৃষ্টির নির্যাতনে হয়ে অন্তঃসলিলা, অবলা
গুটিয়ে তার সমস্ত শরীর ভ্রূণের ভঙ্গীতে
করল অন্তরে শত অশ্রুপাত, হল রজঃস্বলা


তোমায় খুঁজতে কাটল বেলা, গেল দিন
বিলীন হল আমার অস্তিত্ব, সব নারীত্বে
তুমি থেকে গেলে কোথাও, অস্তিত্বহীন


এখন একটাই ঠিকানা তোমার, অনুমানই
কৌমার্যে পরিপক্ব
চির অপেক্ষায়
উপেক্ষিতা
নারী ||


----------------------------------------------
© ইন্দ্রনীর / ০৮ জুন ২০১৪