একটি বিগত বছরকে বিস্মৃতিতে একা পাঠিয়ে
নববর্ষের আলো ফোটে মোহিনী মায়া ছড়িয়ে
প্রফুল্ল কিশলয় নিয়ে আসে চিরসবুজ নব বর্ষ |
মনে তবু জাগে না পুলক, ভরে না চিত্তে হর্ষ


এখন তো বছরের যাওয়া এক অমোঘ বিদায়
এগিয়ে আসে ‘সে’, করতে তার বাকি আদায়
ঋণ চুকাতে চুকাতে নববর্ষে আমি সর্বস্ব-হীন
শরীরের ভগ্নস্তূপে খাড়া, এক কাঠামো প্রাচীন |


তবু তাতে বাঁধা দেখি আনকোরা নতুন পতাকা
শুনি, “হও শৃঙ্খলাবদ্ধ, আজ থেক নাকো একা
হারান সময় তো দুর্বলতা, এক অলীক পিছু টান
এসো, ধর সবার হাত, শোন ঐ সময়ের আহ্বান !”


বাতাসের নিশ্বাসে প্রশ্বাসে শুনি এই অনুরণন
আশংকা জাগে, ‘শেষ হয়েছে সব রমণীয় রমণ’
নোঙ্গর তুলতে গিয়ে লাগে ভারী, পড়ে টান
সঙ্গিনী সেজেছে নদী, শরীরে জোয়ারের বান


যার সাথে কাটিয়েছি সময়, বুকে করেছি ভ্রমণ
তার তো হয় না বয়েস, চির কেন তার যৌবন ?


---------------------------------------------
© ইন্দ্রনীর / নববর্ষ – ১৫ এপ্রিল ২০১৪