আমি “বাংলা কবিতা” ছাড়া আর একটি কবিতার আসরে আনাগোনা করে একটা পার্থক্য লক্ষ্য করছি – অন্য আসরটিতে কবিরা লেখেন এবং পড়েন, দুইই | এই আসরে একে অন্যের কবিতা পড়ার অভ্যাস কম – যেন এত ব্যস্ত যে কবিতা প্রকাশ করেই দৌড়তে হয় | তাহলে কোনও কবি কী ভাবে ফিডব্যাক পাবে – আমি প্রকৃত ফিডব্যাক এর কথা বলছি – স্তুতিগানের কথা নয় |
বন্ধুরা কী বলেন ?