সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গেছে,
চোখের ওপর শুধু একরাশ স্মৃতি লেগে আছে।।


বন্দী হয়েছি জগতময় ব্যাস্ততার কাছে,
যেখানে সময় খুব দামি,হিসেব অনেক আছে।।


বাবা-মায়ের কোলের সেই নরম আশ্রয়,
পেরিয়ে এসেছি জীবনের অনেক বড় সাশ্রয়।।


গা ভাসিয়ে দিয়েছি প্রবাহমান স্রোতে, মুহুর্তগুলো এখনও সমান শাশ্বত।
থেকে যাবে মনের চোরাকুঠুরিতে চিরঅক্ষত।।