কার্তিকে জেগে উঠে পুটিয়ার খাল
ধনু নদী ডোর বাধে সিনাইয়ের নাল


আগুনে তবু চলে ছোটো ছোটো তরী
মাস শেষে রূপ নেয় এক চিলতে সরি


পোষ মাসে বিহানে পুটিয়ার খাল
দলবেঁধে পার হয় কিষাণের হাল


মাঘ মাসে শীতে কাবু রাখালের দল
দুই লাফে পার হয় নহরের জল


ফাগু নে মনে হয় এতটুকু কূপ
সবুজের ছায়া যেন কাব্যিক রূপ


চৈ তের খরতাপে মহিষের পাল
হাঁটু জলে গড়াগড়ি কমে যায় ঝাল


বৈশাখে পার হয় গরু আর গাড়ি
হাওরের সব ধান নিয়ে যায় বাড়ি  


জ্যেষ্ঠ তে বারি পাত নদী ভরপুর
পুটিয়ার খাল যেন জলে ভাসা শুঁড়


চারদিকে থৈ থৈ আষাঢ়ের কল্প
পুটিয়ার খাল ছিলো যেন সেটা গল্প।