...এবং, অগত্যা
____________


ওয়ারলেস জীবনে আজ একটু পেট্রল চাই,
এবং আগুন জ্বলুক চারপাশে..
আগুনের বিদ্রোহী শিখায় পুড়ে যাক সব
যা যা আছে রঙের অভিশাপ,
প্রদীপ জ্বলছে এখনো...
হঠাত্‍ দেখা হয়ে যায় প্রিয় বন্ধু অংশুর সাথে
ডিজেলের দাম আবার বেড়েছে,
প্রদীপের তলায় আঁধার ছিলো, দেখেছি
ব্রিজের নীচে অন্ধকার, দেখছি সমানে
লতাপাতা পা জড়ানো....
‘নুন আনতে যাদের পান্তা ফুরাতো’
আজ তারা লজেন্স বিক্রি করে,


তবু,
এক জনপ্রিয় সকালের আব্দারে যখন সবাই তারকা
প্যাপিরাস খুঁজে চলে মৃত্যুর অভিধান..
যদি পাওয়া যায় নতুন কিছু শব্দ, রঙের উত্স
মমি হয়ে যাওয়া সভ্যতা থেকে;
সাজিয়ে রাখা হবে যা মিউজিয়ামে।
অংশু নয়,
কিন্তু যারা...............,
তেলা মাথায় তেল না দিয়ে
কতদূর যেতে পারে একলা মানুষ
বৃষ্টিভেজা পথে সব রঙ ধুতে?
মোড়ে মোড়ে বিধিবদ্ধ সতর্কীকরণ,
হাতে হাতকড়া মুখে ল্যাবেনচুষ, কতদূর যাবে একলাটি মানুষ?
যখন পা বাড়ালেই যাবতজীবন দণ্ডনীয়,


অনেকদিন অংশুর কোনো খবর পাইনি,
কাল যারা, রাতের বৃষ্টি দেখেছিলো
বৃষ্টি মেখেছিলো লুকিয়ে চুরিয়ে
ভোরের শিশির হয়ে ঘুমিয়ে গেছে তারা আজ;
মাঠের বুকে মাথা রেখে,


সাধারণ কথাতেই দাঁতে শিড়শিড় করে
মাজনে নুন আছে কিনা যখন এখনো জানা হয়নি
অগত্যা একাই তাই আজ দাঁতের ডাক্তারের খোঁজে -