মাটির যা সব সোদা সোদা গন্ধ
এখনো জমিয়ে রেখেছে সেই পাহাড়;
একদিন সেও মিশে ছিলো ভূমিতে ...ধুলোতে
সকলের সাথে সাধারণ হয়ে
তবু বলেনি... বলতে পারেনি
'আমি তোমায় ভালোবাসি'


এদিকে সকাল থেকেই মুখ ভার আকাশের
সে পায়নি নির্মল বাতাসকে তার কাছে;
কেবল কিছু ধুলো আর ঝড়ে পাওয়া এক চিঠি
রেখেছে নীলখামে,
যাবে যা নিয়ে অচিনপুর কোনো এক সন্ধ্যের বেলায় ।


তাই সূর্য এখনো নদীকে ছোয়নি
করেনি তার রূপের প্রশংসা;
শুধু বলেছে ``কেন দেখাও মোর প্রতিবিম্ব ? ``


                    আর নদী....
সবাই তাকে অপরূপা বলেই জানে
ছুয়ে দেখতে চায় তার কোমল হৃদয়
সঙ্গী হতে চায় তার উচ্ছলা গতিপথের,


                                        ........ কিন্তু নদী
জমিয়েছে যত পাথর
আরও কতো ``সত্যবদ্ধ অভিমান`` জমানো তার চলার পথে
তার হিসাব আজও পরিপূরকহীন ।




~ https://www.flickr.com/photos/128419828@N02/15536905009/in/photostream/lightbox/ ~