হারিয়ে যেতে ইচ্ছে করে সেইখানে যেখানে মাটির রঙ আজো লাল
তিলকের মতো `আলতারাঙা` সকাল
এখনো ঘরবাড়ি আকছে `অজানা এক গ্রাম`,
দুপুরের বিষণ্ণতায় উড়ছে পাখি - শালিক, চড়ুই আর কিছু প্রজাপ্রতি ।


সেই গ্রাম, যেইখান
শীতঘুম ভেঙে খেলে চলে সোনা রোদে যা আছে বিকেল,
গোধুলির বিরহ রোজ হারিয়ে নিয়ে যায় `নাম না জানা` কোনো এক নদী.....


নাবিক হয়ে যখন সূর্যাস্ত দেখি তোমার বাড়ির উঠোনে