স্লাইডে পাল্টে নিচ্ছে সময়,


যেভাবে বদলায় ঘরবাড়ি
দূর আকাশে জমা বরফ...

কাল বা পরশু
উপন্যাস ধরে হেঁটেছিলো যারা
দেখেছে ধোঁয়া, ধুমপানহীন বিকেল
সংক্রামিত গাড়ির নীল ধুলো,


প্রচ্ছদ
লেপ্টে আছে এখনো কিছু দাগ...
আর
যারা শুনেছিলো কাঁচের ভাঙা আওয়াজ
চিনেছে লাল রং,


ঘুম ভাঙা ব্যালকনির প্রজাপতি
আজ একদম সাদা।