করোনা আতঙ্ক
ইন্তিখাব আলম


শহরে, বস্তিতে, গ্রামে , গঞ্জে মানুষের মধ্যে,
করোনা আতঙ্ক হানা দিয়েছে গভীর ভাবে।
এমন একটা আতঙ্ক যেখানে আত্মীয়, স্বজন,
পরিজন, বন্ধু, বান্ধব সবাই পর।
ভালোবাসার মানুষ গুলো কেউ কারোর নয়,
সবার মধ্যে ভয় সে তো করোনা পজিটিভ নয়?


যদিও মানবিকতার দিক থেকে দেখতে গেলে বর্বর ভাবে ঘটে যাওয়া সংখ্যা টা খুব সীমিত।
তবুও কিছু অমানবিক দৃশ্য মানবতাকে কে হার মানায়।
মানুষের মনুষ্যত্ব কে প্রশ্নের দরবারে দাঁড় করে দিয়েছে, সত্যিই আমরা মানুষ?


অসহায় বৃদ্ধার কথা ভেবে দেখেছেন? এম্বুলেন্সের দরজায় কাছে পড়েছিল।
বাঁচার জন্য এম্বুলেন্সে উঠার প্রাণপণে চেষ্টা ,
ব্যক্তির স্ত্রী কেঁদে বলছে, ওঠো তুমি, এই তো গাড়ি।
তখন তিন বেঁচে ছিলেন, এবং বাঁচতে চেয়েছিলেন, কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি।
তার পর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢোলে পড়ল।
স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু । সত্যিই মনুষ্যত্ব কোথায়?


করোনা আতঙ্ক, মানুষকে চিনতে শিখিয়েছেন
সেই বৃদ্ধার কথা ভাবুন, পরে গিয়ে ৬ ঘন্টা ধরে
মাটিতে পরে আছে।
বাড়ির কোনো সদস্য সাহায্যের জন্যে আসেনি,
তারা নিজের রক্তের সম্পর্ক, যাদের জন্য জীবনের সারা টা অংশ দিয়ে দিয়েছিলেন ।
তারপর অবশেষে মৃত্যু, মৃত্যুর পর জানা গেলো,
বৃদ্ধা করোনা আক্রান্ত ছিলেন না।
সঠিক সময়ে নিয়ে গেলে হয়তো বাঁচত।


এই ঘটনা গুলি বর্তমানে নৃত্য দিনের ঘটনা রূপে পরিণত হয়েছে,
খবরের পাতা খুললেই দেখতে পাওয়া যাবে।
কিন্তু মানুষ, তোমাদের মনুষ্যত্ব কে জাগ্রত করো,
তোমার কারণে কোন অসহায় মানুষের মৃত্যু যেন না হয়।
তুমি যেন মানুষ হিসাবে পূজিত হও।