ধরণীর বুকে অস্পষ্ট ঝড় হাওয়া বইছে,
আলো আছে তবুও কৃষ্ণ কায়।
বাতাস আছে কিন্তু ঝাঁঝালো,
জীবন্ত মনুষ্য জাতি আজ মৃতপ্রায়।
মানুষের ক্রিয়াকলাপে দেব তারা শঙ্কিত, তাই
ধরণীর বুকে দেব তারা আসতে আজকাল ভয় পায়।


দেব তারা যে পৃথিবী গড়ে তুলে ছিল,
যেখানে সৌন্দর্য  ছিল, নিজস্ব স্বাধীনতা ছিল,
সম্প্রদায়ের মানুষ ভাই ভাই ছিল,
সেখানে মানুষ নিজস্ব সতীত্ব হারাচ্ছে।
পৃথিবীর মানুষ আপন ছন্দে গতিশীল
সেই ছন্দ বিপর্যয়ের অভিমুখে।