আমরা ফুটপাত  থেকে বলছি,
হ্যাঁ ঠিক ধরেছেন;
আমরা সেই  ক্ষুধাতুর, অর্ধ নগ্ন শিশু,
যে ফুটপাতে আমাদের শৈশবের মৃত্যু হয়,
যে ফুটপাতে যাদের স্বপ্ন  দেখা বারণ,
আমরা সেই ফুটপাতে র অসভ্য,  
অসহ্য,  চোর হিসাবে চিহ্নিত  শিশুরা বলছি।
আমরা একটু খাবার চাই,
আর আধটু  মমতা, স্নেহ ভালবাসা।
তোমাদের ওই সভ্য সমাজ কে,
আমাদের অসহায় চোখ কিছু বলতে চাই।
চারিদিকে  চেয়ে দেখছি,
তোমরা  ধর্ম ধর্ম নিয়ে মেতে আছো।
ধর্মের নামে মানুষ মারতে দ্বিধা বোধ করো না,
অকথ্য  ভাষায় গালিগালাজ করো তোমারই কোন মা বোন, তোমার দেশবাসী ভাই কে।


বলি কি? এইসব  না করে ;
আমাদের কে নিয়ে  একটু ভাবতে পারো নাকি?
ধর্ম কি! নিজে ধর্ম রক্ষা করতে এখন আর পাচ্ছে না?
সত্যি ই কি! তার জন্য আজ তোমাদের ধর্মরক্ষা র ময়দানে  প্রয়োজন  হচ্ছে?
সত্যি ই কি! ধর্মের জন্য তোমরা ধর্ম রক্ষক হয়ে পড়েছ?
ধর্ম রক্ষার জন্য ভগবান, আল্লাহ  বেঁচে নেই?
আছেন!!
ওরা নিজের ধর্ম নিজে রক্ষা করতে পারবেন।
আমাদের রক্ষার জন্য  তোমাদের পাঠিয়েছেন,
আর তোমরা  ভুলে  গিয়ে ধর্ম রক্ষায় ব্যস্ত।
সত্যি মানুষ তুমি পারো বটে,
যাকে রক্ষা করার প্রয়োজন,
তাকে রক্ষা না করে,
যে নিজের রক্ষা নিজেই করতে পারবে;
তাকেই রক্ষা করতে মেতেছ ।
যাদের রক্ষা করতে বলেছে তোমাদের ওই ধর্ম,
তাদের কেই ভুলে ধর্ম রক্ষার দায়িত্ব  নিয়েছ?
আমাদের ফুটপাতে কোন ধর্ম নেই,
আমরা একুইপাতে  যেটুকু পাই সেইটুকু খায়।
আমরা খাবারের জন্য মন্দিরে যায়,
মসজিদে যায়, গির্জায় যায়।
আমাদের ফুটপাতে একটাই ধর্ম,
যেটা তোমাদের নেই, সেটা মানবধর্ম।
আমাদের  ধর্ম দিয়ে বিচার করো না।
আমরা ক্ষুধার্ত। আমাদের খাবার চাই।
শিক্ষা চাই, একটু বাসযোগ্য ভূমি।
আমাদের ধর্ম চাই না,
     ধর্ম ছাড়াই আমরা মানুষ হতে চাই।