বিপ্লব নিয়ে এসো ওগো বন্ধুবর বিপ্লব নিয়ে এসো,
নতুন বছর কে স্বাগত জানাও আজাদীর গানে।
ওরা শোষণ চায়, ওরা ভেদাভেদ চায়
ওরা অশিক্ষিত সমাজ গড়তে চায়।
ওরা ছাত্র বিপ্লব কে প্রতিরোধ করতে চায়
ওরা হিংসা চায়, ওরা বিপ্লবীর রক্ত চায়।
ওরা বীর নয় বন্ধুবর, ওরা কাপুরুষের দল,
ওরা রাজনীতির চাদরে মোড়া মানব বর্ম।
এবার উদয় হয়ে অধিকার ছিনিয়ে নেবার পালা,
বিপ্লব নিয়ে এসো এই নতুন বছরে সংগ্রামী সেনাপতি রূপে।
সংকট ময় সময় বন্ধু, অস্তিত্বের রক্ষার লড়াই,
খাদ্য জোগানোর সংগ্রাম, বেকারত্ব থেকে বেরিয়ে
আসার এক মহা যুদ্ধ।.
এবার বিপ্লব নিয়ে এসো বন্ধুবর, বিপ্লব নিয়ে এসো,
নতুন সকাল কে আহ্বান কর আজাদীর গানে।


ধর্মের বর্ম খুলে রাখ, ভেদাভেদ আগুনে নিক্ষেপ কর,
ওরা সাম্রাজ্যের লুণ্ঠন করছে, সাম্প্রদায়িক বীজ রোপণ করছে শান্তিময় ভালাবাসাময় সমাজে।
এই প্রাচীর ভেঙে ফেলো, গর্জে বলো,
হিন্দু, মুসলিম, শিখ, পারসীক, খৃষ্টান আমার ভাই।
সাম্রাজ্যের  মসনাদে বসা থাকা রাজা কে প্রশ্ন করো,
অহিংস পথে রুখে দাঁড়াও মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে।
জাগো বন্ধু, জাগো, বিপ্লব নিয়ে এসো আজাদীর গানে।