মেয়েটি সাধারণ ছিল
ইন্তিখাব আলম হীরক


ওই যে দেখছেন নিউজ পেপারের পাতায়,
ভদ্র সমাজের মুখোশ ধারী শিক্ষিত ছেলেটিকে।
ছেলেটি যে লোভী ছিল ঘুণাক্ষরে জানতো না,
নিউজ পেপারের ছেলেটার পাশে মৃত দগ্ধ মেয়েটি।
কেননা মেয়েটি সাধারণ ছিল।


বিয়ের আগে মেয়েটি জানতে ই পারেনি ছেলেটির
সম্পর্কে, আর ছেলেটি যে লোভী ছিল।
কি করে জানবে! নম্র, ভদ্র, সুন্দর চেহারার ভিতরে কি লুকিয়ে আছে, মেয়েটি যে সাধারণ ছিল।
গোলগাল চেহারার উচ্চ মানের শিক্ষিত ছেলেটার
প্রেম নিবেদন, কি করে ফিরিয়ে দিত পারতো
ওই বকাটে সাধারণ ঘরের সাধারণ মেয়েটি?


মেয়েটি ভেবেছিল তার সুন্দর চেহারা,
সাধারণ মেয়ে হবার জন্য কলেজের উপস্থিত
অন্য মেয়েদের থেকে আলাদা।
তাই ছেলেটি ভালোবেসে তাকে প্রেম নিবেদন করেছিল,
ক্লাসের সমস্ত স্টুডেন্ট এর সামনে রোমাঞ্চকর দৃশ্যে।  


মেয়েটি জানতে ই পারেনি প্রেম নিবেদন এর আগে,
তার বাড়ি, তার বাবার সম্পদ, কটা ভাই বোন,
সব কিছু খোঁজ নিয়ে প্রেম নিবেদন করেছিল।
তাই মেয়েটি কল্পনা করতে পারেনি তার বাবার অর্থ, সম্পদের অপর ছেলেটি র লোভ ছিল।
মেয়েটি জানতে পারেনি, তাকে প্রেম নিবেদনের আগে,
অন্য মেয়েদের সঙ্গে ছেলেটার প্রেমের সম্পর্ক ছিল।
কি করে জানবে, মেয়েটি যে সাধারণ ছিল।


এই ভাবে কয়েক বছর কাটার পর প্রেমিক কোন
কলেজের প্রোফেসর।
তার পর ধুম ধাম করে বিনা পণে বিয়ে, বন্ধু সমাজের বিরল প্রেমের ইতিহাস সৃষ্টি করলেন।
মাস আটেক পর মেয়েটির ভুল ভাঙলো,
চেনা মানুষটিকে অচেনা লাগতে শুরু করলো।
ছেলেটি র লোভ লালসা প্রকাশিত ক্রমান্বয়ে,
প্রথম প্রথম হাসি ঠাট্টা হিসেবে কথা গুলি উড়িয়ে দিলেও, পরে বুঝল মেয়েটি মানুষ চিনতে ভুল করেছে।
কেননা মেয়েটি সাধারণ ছিল।


এর পর শুরু হলো মানুষিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি শালী, মাগী, আরও অনেক।
মেয়েটি বোঝাতে অক্ষম হয়েছিল বাবা মায়ের মৃত্যুর,
পর সব সম্পত্তি তার আর তোর ছোট ভাইয়ের।
ছেলেটার সব সম্পত্তি, বেহালার বাড়ি টি তখন চাই।।
মেয়েটির আত্মমর্যাদা বোধ ছিল প্রবল,
বাড়িতে অত্যাচারেরকথা বলতে পারেনি।
তখন ভালবাসার মানুষটির মাসিক আয় ষাট হাজারের ওপর।


একদিন রাতে মদ্যপ অবস্থায় এসে দুই মাসের
গর্ভবতী প্রেমিকাকে উলঙ্গ করে পিঠিয়ে,
পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল ঘরের ভিতর।
বাঁচার জন্য আকুতি মিনতি করে ছিল, প্রাণটা ভিক্ষা চেয়ে ছিল কুলাঙ্গারের কাছে।
কর্ণপাত হয় নি, তার আর্তনাদ কানে পৌছায়নি।
জ্বলন্ত অগ্নিশিখা এর মধ্যে ভেসে আসছিল ফেলে
আসা দিনগুলি যা সব মিথ্যা ছিল।
মৃত্যুর কোলে ঢেলে পড়লো, আর দুটি প্রাণের মৃত্যু,
কেননা মেয়েটি সাধারণ ছিল।


ওহে পাগল প্রেমিকারা,তুমি প্রেমিক দের ভালবাস,
কিন্তু সাধারণ ঘরের সাধারণ মেয়ে হয়ে পড়ো না।
সম্পর্কে তৈরির আগে যাচিয়ে নিয়ো তোমাকে ভালোবাসে, না তোমার বাবার অর্থ কে।
তুমি জাগ্রত হও, পাগল প্রেমিকা হয়ে পড়ো না।



Start- ০৫/০৮/২০১৯- complete- ২২/০৮/২০১৯
Hatiara.. Kolkata