তোমাকে নিয়ে কবিতা লিখলাম, গান লিখলাম,
তোমার জন্য আমি বর্বরদের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম,
তবুও তোমার লগে প্রেম এলো না।


তোমার জন্য  প্রেমের চিঠি  লিখলাম,
সকাল বিকেল  সেই চিঠি  তোমাকে প্রেম হিসাবে উপহার  দিলাম,
সেই চিঠির কোন উত্তর এলো না,
কেন জানিনা তোমার  প্রেম এলো না।


কখনো  ঘন কুয়াশার পর্দা ভেদ করে,
কখনো বা বর্ষার ঝিরি ঝিরি বৃষ্টিতে,
তোমার রূপের সৌন্দর্যের বর্ণনা খুঁজতে তোমার আগমনে ধাবিত  হয়েছিলাম।
তবুও প্রেম এলো না।


টিউশনে পরতে আসা মেয়েটির দিকে
একদৃষ্টে চেয়ে থেকেছি  কয়েকটা মাস,
তার চোখে চোখে কথা বলেছি,
ভেসে  আসা গলার মিষ্টি  সুর হৃদয়ের গান হয়ে ধরা দিয়েছিল।
তবুও প্রেম এলো না।


চলন্ত রাস্তায় তোমাকে দেখে ছিলাম,
বঙ্গ নারীর সাজে,
তোমার ঝলসানো  হাসি ফুরফুরে বাতাসে
ভেসে এসেছিল প্রেম হয়ে।
তোমাকে প্রেম নিবেদন  করেছিলাম ভালবেসে।
ক্লেশিত  হয়ে ফিরে এসেছি তোমার কাছ থেকে।
অবশেষেও প্রেম এলো না।


সময় - রাত্রি  ৮.০০,  তং- ২৫/০১/২০১৭