জানো সোমলতা একটা
ফোন কল কতটা আতঙ্ক ছড়াতে পারে?
হেরে যাওয়া জীবন নতুন করে গড়ার কথা ভাবলে,
তখন ব্যর্থতা গুলি আরও বেশি পিছু টানে।
জানো সোমলতা প্রেম যে গভীর আতঙ্ক,
সেটা আমাকে না দেখলে তুমি বুঝবে না।
প্রেমের অন্তিম পর্যায়ে এসে,
যখন গভীর ভাবে শূন্যগর্ভে দাঁড়িয়ে,
চারিদিকে তাকিয়ে অবলোকন করি,
নিজেকে ছাড়া অন্য কিছু দেখা যায় না।
জানো সোমলতা শিক্ষিত বেকার ছেলেদের,
বিয়ে করা ইচ্ছটাও ভাবা পাপ, উদ্বেগের।


আমি জানি সোমলতা তোমার বয়স পঁচিশের দৌড় গোড়ায়, তোমার এখন বিয়ের বয়স,
কিন্তু চেয়ে দেখো আমার শরীর থেকে বেকারত্বের দাগ এখনো মুছে নি।
তোমাকে হলুদ শাড়িতে খুব সুন্দর দেখায়,
কিন্তু তোমাকে একটা শাড়ি কিনে দিবার সামর্থ্য আমার নেই।
জানো তো, একটি চাকরির পরীক্ষা ফর্ম ফিলাপের সময়,
প্রায়ই তোমার কাছে দুশো তিনশো টাকা ধার নিই।
শোধ করে দিব বলেও শোধ করা হয়ে ওঠে না!
আমি জানি সেই টাকা তুমি ভালোবেসে আমাকে,
আপন ভেবে দাও, আমার মঙ্গলের জন্য।
কিন্তু আমার জীবনে মঙ্গল হয়ে ওঠে না!


এর পরেও বলো কি করে, তোমাকে বিয়ে করব?
সোমলতা তোমাকে আর আমার জন্য,
অপেক্ষা করতে বলতে খারাপ লাগে।
কম্পিটিশনের যুগে আমি কাউকে পেরে উঠতে পারছি, সবার দৌড়াছে চাকরির পিছনে,
একটা সিট, দশ হাজার পরীক্ষার্থী।
হতাশা নিমজ্জিত করছে অন্তরে আয়নায়,
তবুও হাসি খুশি তোমার সামনে।


পঁচিশ বছর বয়সে এ সেও তুমি আমার জন্য অপেক্ষা করছ, আর
আমার ব্যর্থতা বারবার তোমাকে হতাশ করছে সত্যিই আমি লজ্জিত।
আমার জন্য তোমাকে প্রতিনিয়ত ফ্যামিলি, আত্মীয়, স্বজনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।
সবাই জানতে চাইছে, কবে বিয়ে করবি?
বয়সের খটা, রূপের খটা, আর আত্মীয় স্বজনের
কটূক্তি ভেসে আসে রোজ|
তোমাকে শুনতে হয়, আর কান্নায় ভেঙে পড় তুমি ,
আর ফোন করে আমাকে তুমি যখন বল আর কতদিন সময় নিবে?
এবার একটা চাকরির ব্যবস্থা কর,
কিন্তু চাকরি টা হয়ে ওঠে না।
ফোনের ওপর প্রান্ত থেকে আসা তোমার রোজকার কান্না,
আর প্রতিটি শব্দ আমার জানা।
আমাকে দুর্বল করে দিয়েছে তোমার মূল্যবান চোখের অশ্রু,
আমি এগিয়ে যেতে পারছি না আর,
তোমার প্রতিটি ফোনের রিংটোন আতঙ্কের ছাপ ফেলছে,
এর পরে কি উত্তর দিবো তার ভাষা খুঁজে পাচ্ছি না।


তোমার ভাগ্য কে কি দোষ দিব বলো সোমলতা?
আমার মতো হতভাগ্য ছেলে কে তুমি ভালো বেসেছ কাছের করে নিয়েছ।
সোমলতা পঁচিশ বছর বয়সে দাঁড়িয়ে আমার জন্য,
অপেক্ষা করে তোমার প্রাণের ভালোবাসা তে ভরিয়ে নিজের করে নিয়েছ,
আমি ধন্য সোমলতা, তোমার ভালবাসায়।