থাকতে চায় না তোর সাথে
তুই বদলে যানা।
আর ভালবাসা আটকে রাখতে চাই না,
তুই দূর দিগন্তে চলে যানা।
মনে মনে কষ্ট পেয়ে ভাবি আর কি হয়?
নতুন করে গল্প গুলি লিখতে চাই না আর ,
তুই বদলে যানা।
কষ্ট হয় ভেবে তুই আমার সাথে,
অনেক দিনের সম্পর্কে জড়িত আছিস।
ছাড়তে পারি না তোকে,
কষ্ট করে রেখেছি যে বুকে,
তুই ছেড়ে চলে যানা।
ভালোবাসা হারাচ্ছে দিনে দিনে,
গল্প গুলি লিখেছি আনমনে,
সব যেন মিথ্যে কল্পনায়।
তোকে ধরে রাখতে চাই না আর,
ও পাখি তুই দূরে চলে যানা।
নতুন করে বাসা বাঁধ অন্য নীড়ে,
কর নতুন সংসার মুক্ত পাখি হয়ে।
মন চাই তোকে কাছে রাখতে আবার,
কিন্তু খাঁচার ভিতর থাকবি কেন বারবার?
তাই দূর থেকে পালাতে চাই,
খাঁচার ভিতর থাকিস না আর,
তুই বদলে গিয়ে চলে যানা।
আমি স্বার্থপর,
তাই তোকে মুক্ত করতে পারে নি মনের গভীরে।
কেন মিছে ভালবেসে
পড়ে আছিস খাঁচার ভিতরে।
আমায় মুক্ত করে দিয়ে,
খাঁচার শিকল ভেঙে ফেলে,
ও শূন্য আকাশে পাখা মিলে ধর আবার।
আমি জানি তুই থাকবি সুখে আবার,
আমায় ভুলে গিয়ে তুই চলে যানা
ও পাখি তুই বদলে যানা।
২৬/১০/২০১৯- ২৭/১০/২০১৯