বাহিরে প্রচ্ছন্ন বাতাস
দুয়ারের ভেতর শীতাতপনিয়ন্ত্রিত
আমি রুমের এক কোণায়
পাহাড়ের উপরে নীল বৃষ্টিতে ভিচ্ছি;
আমার চারিদিকে শূণ্য
শূণ্য অক্ষরে অক্ষরে
নদীতে পানি- পানিতে স্রোত বয়ে যায়
মান্ধাতার আমলের প্রেম আমার
আমার বুকের ভেতরে ষোল’শ জাহাজ ডুবে যায়।