মানুষ বড়ই অদ্ভুত জীব,
সর্বদাই করতে চায় অন্যকে নীচ।


হতে চায় সে সকলের মহান,
তবে কর্ম দ্বারা নয় মুখের বলি দ্বারা।


করতে ভুলে সে আল্লাহর কর্ম,
তবে করতে ভুলে না মিথ্যা, পাপাচার, ছলনা।


নিজ দোষ পরে না তার চোখে,
তবে অন্যের ক্ষুদ্র ভুলেও ছার দেয় না কথা শুনাতে।


ভালো কাজ করা অতি কঠিন তার কাছে,
তবে কারো ক্ষতি করায় পরে না সে দ্বিধাবোধে।


সাজতে ভালোবাসে সে মানবপ্রেমি,
যতই মন থেকে থাকে সে মানবতা হতে অতি দূরে।


সত্যিই বড় অদ্ভুত জাতি মানব,
কবে যে আবার হবে স্বাভাবিক নবির সেই জামানার মতো।