শুনেছি বুকের বা পাজর ও নাকি অন্যের,
সত্যিই কি তা অন্যের, অজান্তেই !


শুনেছি ভাগ্যটাও নাকি জরিয়ে আছে অন্যের সাথে,
সত্যিই কি তা জরিয়েছে, অজান্তেই!


শুনেছি নিজের থেকে নিজের উপর বেশি অধিকারী আছে কেউ,
সত্যিই কি অধিকার প্রতিষ্ঠিত, অজান্তেই!


শুনেছি কাউকে পূর্ণতা দিতেই নাকি জন্ম আমার,
সত্যিই কি কারো পূর্ণতা আমি, অজান্তেই!


শুনেছি তো কতই কথা কত দৈব্যবাণী কত ইতিকথা,
তবে সেসব ভাবার প্রয়োজনবোধ করিনি।


শুনেছি যতবার ততবারই কৌতুহলী মনে নাড়া দিয়েছে একই প্রশ্ন,
সত্যিই কারো অপেক্ষায় আছি নিজের অজান্তেই?