তুমি কি জানো,
স্নিগ্ধ চন্দ্রের গায়েও দাগ রয়েছে ।


তুমি কি জানো,
আলো দিতে সূর্য কেও প্রত্যহ দগ্ধ হতে হচ্ছে।


তুমি কি জানো,
রাত্রির গভীরতা সকালের আগামনের জানান।


তুমি কি জানো,
আলোর পরিচয় দিতে অন্ধকারকেই আসতে হয়।
  
একবার জেনে বুঝে মেনেই দেখোনা,
হয়তো অন্ধকার জীবনেও জ্বলতে পারে আশার প্রদীপ।