ঐ যে দেখছো আকাশ,
সেথায় থাকবো আমি।
কখনো হবো মেঘকন্যা,
কখনো বা বৃষ্টির শুভ্র ফোটা।
হয়তো দেখবেনা তাতে আমাকে,
কিন্ত অনুভবে সর্বদাই খুজেঁ পাবে।


তবে কী শুধু বর্ষাতেই পাবে আমায়,
          মোটেও তা হবে না। হওয়ারই নয় যে।


শীতকালীন দক্ষিণা বাতাস যতবার অনুভব করবে,
ততবারই অনুভবে ছুয়ে যাবে আমাকে।
গ্রীষ্মের স্নিগ্ধ রোদ যতবার ছুয়ে যাবে তোমাকে,
ততবারই মিশে যাবে আমাতে অনুভবে।

এই সুন্দর প্রকৃতিতেই খুজে পাবে আমাকে,
           তবে দৃষ্টিতে নয় শুধুই তোমার অনুভবে।