মৃত্যু--মাছরাঙা পাখি
খুব কাছাকাছি কোন এক ডালে বসে থাকে চুপচাপ,
নির্ধারিত সময়ের তরে মাপতে থাকে হৃদয়ের উত্তাপ;
ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটা যখন ছুঁয়ে দেয় নির্ধারিত ক্ষণ
ঈগলের মতো অভেদ্য লক্ষ্য নিয়ে নেমে আসে সেই নির্দয়,
দুরন্ত ঠোঁটে গেঁথে নেয় জীবনের দম।


তারপর পড়ে থাকে অথৈ জল, তরঙ্গের খেলা
জলজ সংসার আর কলমিলতা প্রেম,
প্রজাপতি সুখ থাকে পড়ে-- কাঁকড়াদের অভিসার!


মৃত্যু হলো সেই উপহার--
অজানা শহর থেকে অচেনা ডাকপিয়ন
নিয়ে আসে বর্ণালী খামে
সকাল দুপুর কিবা মধুময় যামে!
হাতে হাতে বিলি হয়
পাখি নয়, পড়ে থাকে খাঁচা--ধূধূ বালুচর।


মৃত্যু হলো কাঠ চেরাইয়ের সেই নির্মম করাত
শরীর থেকে চিরে নেয় রুহু, ভালোবাসা-প্রেম, অভিমান আর অভিযোগ
পড়ে থাকে হিসেবের ভাগফল, যোগ আর বিয়োগ
বরাদ্দের রুটি শেষে পড়ে থাকে শূন্য বরাত!