অফুরন্ত সুন্দর তোমার রূপ লাবণ্যে
মায়া ভরা ডাগর ডাগর দু'টি চোখ।
স্বৈর্গীয় রূপ লাবণ্যো বিমোহিত করা
অনিন্দ্য সুন্দর তোমার শুভ্রশান্ত হাস্যোজ্জ্বল মুখ।

সীমাহীন নীল আকাশ যেন তোমার
অন্তর ছুঁয়ে করে মিষ্টি মিষ্টি খেলা।
মনের ভূবনে তুমি যেনো বাঁধাহীন
প্রজাপতির মতো উড়ে বেড়াও নেই কোন হেলা।

আবেগ উচ্ছ্বাসিত অনুরাগের ছোঁয়া
তোমার হৃদয় স্পর্শ করতে বিভোর।
অবুঝ মন মানে না বারণ হৃদয়ে শুধু
তোমার প্রতিচ্ছবি ভেসে বেড়ায় সাত সমূদ্রোর।

তোমার মিষ্টি মিষ্টি হাসি রূপের ঝলক
যেনো হৃদয় স্পর্শ করা রূপকথার গল্প।
তোমার উপমা শুধু তুমিই তোমার রূপ
লাবণ্য বর্ণনা করার সক্ষমতা রয়েছে আমার অল্প।

সমগ্র হৃদয় জুড়ে আছো তুমি জাগ্রত
কেনো জানি একটি মুহুর্তও যায় নাতো ভুলা।
স্বৈর্গীয় অনিন্দ্য রূপ লাবণ্য তোমার
বিমোহিত করে অন্তর সর্বত্র মনে দেয় দোলা।

অন্তরের ভালোবাসা হৃদয়ের সীমাহীন  
রাশিরাশি টান অন্তর পুড়ে করে খানখান।
তবুও জানবে না হয়তো কোন দিন তোমার
জন্য সুরক্ষিত ছিলো হদয়ে মোর ভালোবাসার বাণ।

কতো ফুল যায় শুকিয়ে বিলিয়ে দিতে
পারে না তার হৃদয় উজার করা ঘ্রাণ।
সবার ভালোবাসা হয় না কভূ পরিপক্ব,
অন্তর কাঁদে শুধু অন্তরে ভালোবাসার অফুন্ত টান।

এপ্রিল ০৪, ২০২১