আশার তপ্ত সাগরে নিরাশার
ভেলা ভাসায় অতি আপনজন।
কভূ যায়নি যাকে ভাবা সেই যেন
করে আশার সঞ্চার অনুক্ষণ।
মানুষ বড় রহস্যময়ী কিছুই বুঝা
যায় না দেখে তার চলন।
কখন কোথায় কিভাবে রঙ
বদলায় নতুনত্ব সব নিত্য ধরন।
দুর্বিষহ যন্ত্রণার মহাসমুদ্রে
ভাসিয়েও অনুশোচনা হয়না কভূ।
মৃত্যুর দুয়ার প্রান্তে দাড়িয়েও
লোভ-লালসায় নিমজ্জিত তবুও।
অন্ধের ষষ্ঠী কতো যে স্বপ্ন কতো
যে আশা একমাত্র তার অবলম্বন।
অতি আশা-স্বপ্নও একদিন হবে
ভগ্ন বাবলা কাঁটা হয়ে ফুটবে চরণ।
আপনজনের আত্মবিশ্বাসে সতত
আশার বুনন মালা গাঁথে অবুঝ মন।
তারি দেয়া একটু আঁচড় যেন হৃদয়
করে ছেদ্য পাহাড় সম পেষণ।
যাকে নিয়ে এতো স্বপ্ন-আশা আগলে
রাখে হৃদয়ের মণি কোটায়।
মুমূর্ষু দুঃসময়ে কখনোই পাওয়া
যাবেনা নাগাল থাকবে লা-পাত্তায়।
অন্যের আশা কভূ নাহি করি নিজ
শক্তির উপর রাখি বিশ্বাস ও আস্থা।
সম্পর্ক ঘনিষ্ঠতার ফলশ্রুতিতে
বিশ্বাস রাখিলেও না করি কভূ ভরসা।
এপ্রিল১০, ২০২২