বুকের ভিতর বহু যত্ন করে আগলে
রেখেছি আমার এ অবুঝ মন।
আমার জন্য একটুও কাঁদে নাকো
শুধু পর ভালবাসায় সর্বক্ষণ।

হীরা-মানিক মণি-মুক্তার প্রাচুর্যে
সাজিয়ে রেখেছি এই ছন্নছাড়া মন।
তবুও কেন আমার কথা ভাবে
নাকো পর চিন্তায় নিমগ্ন নিরন্তন।

রাঙিয়ে ছিলাম আমি দুর্ভেদ্য দুর্গম
গিরিপথে হিমপ্রবাহ অতিক্রম করে।
কৈলাস সৌধকিরীটিনী দিয়েছি
ছিনিয়ে মৌনবাসনায় অন্তর পোরে।

যুগযুগ দিয়েছি আমি জলাঞ্জলি
শুধু তারি অনাবিল তপস্যা।
যক্ষেরধন হৃদয়ের মণিকোঠা রক্ষিত
সে ভাবনায় নিমগ্ন পর ভালবাসা!

বাস্তব যেন তাই পর ভালবাসা হলো
মুখ্য, আত্মকেন্দ্রিকতা নিন্দিত কাজ।
মনটা হোক যেন শত জনম নিবেদিত
পরহিতৈষীর নন্দিত কাঙ্গাল আজ।

পর সেবায় ব্রত যে মন হলো সে
অনাবিল সুখ সমৃদ্ধ স্বর্গীয় অতিথি।
কুৎসিত হলো সে অপদার্থ আপন
স্বার্থে স্বীয় মনের পদচারণা দ্রুতগতি।

লাগামহীন উড়নচণ্ডী মনের কভু
না করি যেন এক পলক দাসত্ব।
পরস্পরের সহিত সৌহার্দ্য রক্ষায়
ভালবাসার সুদৃঢ়বন্ধনে হবো সম্পৃক্ত।

জুলাই০৫, ২০২২ খ্রীঃ