নভোমণ্ডলে ঘুরছে গ্রহ উপগ্রহ নক্ষত্ররাজি
চলছে ক্লান্তিহীন তার কক্ষপথে।
একি গতি একি রীতি চলছে জীবনভর তার
চলার পথে মহাশক্তির সৃষ্টি সুখের দৃষ্টিপটে।
ঘুরছি আমি পথ হারিয়ে ঘুর্ণিপাকে চলছি
আমি দিক হারিয়ে ভ্রান্ত পথে।
হচ্ছে রূপান্তর ক্ষনে ক্ষনে এ পথ থেকে ওই
পথে নই স্থিতিশীল মোরা গতিপথে।
সমস্ত সৃষ্টির ধারাবাহিকতা-গতিপথ একি
প্রকৃতির নিয়ম বিন্যস্ত ছকে রয়েছে বাঁধা।
মানুষ জাতি অর্পিত "বিবেক" নামক অদৃশ্য
মহাশক্তিবলে আছে পরে শুধু অলুক ধাঁধাঁ।
অপশক্তি উল্টাপথে দিচ্ছে টান দুর্বল মনের
মানুষগুলো ভেঙ্গে হচ্ছে সব খানখান।
শক্তির উৎস "বিবেক" গ্রহীত মানুষগুলো জীবন
চলার কক্ষপথে সঠিক ভাবে হচ্ছে প্রতিয়মান।
অর্পিত নিয়ম বিন্যস্তায় অর্জন করতে হবে
কাংক্ষিত লক্ষ্যবিন্দু সুনির্ধারিত ঐ গতিপথে।
ছিটকে পরা রুখতে হবে অর্জিত শক্তিবলে
অপশক্তি ধবংশলীলা মুক্তির পথে বিবেক রথে।
সকল সৃষ্টির নিয়ম নীতি চলছে শুধু একিগতি
একিরীতি না আছে কোন তার পরিবর্তন।
মনুষ্যরূহে অর্পিত "বিবেকশক্তি" করছে স্বাধীন
দেখছে খেলা হচ্ছে মানব জাতির মূল্যায়ন।
সমস্ত সৃষ্টিই আপন মনে চলছে তার কক্ষপথে
বিড়ম্বনার ছোঁয়া নেই যেন তার একটু কিছু।
মানবজাতি কক্ষচ্যুত করতে অপশক্তি করছে
তাড়া সর্বদাই অলক্ষে সবার যেন পিছু পিছু।
জুলাই ২৬, ২০২১