ছোট্ট একটি মন পরিধি
তার এতো বেশি যেন দৃষ্টিকারী।
যায়না কভূ তাকে ধরা-ছোঁয়া
বিরাজ করে নীলিমা ছাড়ি।

কভূ নয়তো সে স্থিতিশীল
ক্লান্তিহীন তার বিচরণ।
বিজলী থেকেও বেশি দ্রুতগামী
স্বপ্ন হলো তার একটি চলন।

মন হলো একটি আপেক্ষিক
ব্যাপার হয়না কভূ দৃশ্যমান।
রাজা-প্রজা সৈন্যসামন্ত সকল
তুচ্ছতাচ্ছিল্য, করছে আত্মসমর্পণ।

মৌনভূবনের গন্ডিরেখা সীমাহীন
বিচরণ তার অকল্পনীয় অপরিসীম।
ভূ-নভোমণ্ডল সমগ্র কিছু মৌন
ভূবনে বসত করে অদৃশ্যশক্তি ভীম।

কভূ নেই কোন নির্দিষ্টতা কি-
পরিমাণ পরিধি দখলদারিত্ব তার।
যতো পরিমাণ হবে জানা সমস্তকিছুর
নিয়ন্ত্রণরেখা অর্জিত প্রাধিকার।

মৌনভূবন মনুষ্যরূহে কোথায় তার
অবস্থান নেই কাহারো কোন জানা।
মনের মানদণ্ডে উঠা-নামা অর্জিত
মনুষ্যের নিরূপিত অবস্থনের সম্মাননা।

মৌনভূবন শুধুই উপলব্ধির
বিষয় নেই কোন সুনির্ধারিত গতিপথ।
বড্ড বিশাল ক্ষমতাধিকারী কর্মকাণ্ডে
করে প্রভাব বিস্তার যেন সাথীরথ।

ফেব্রুয়ারী ০৮, ২০২২