কেমন আছ প্রেয়সী আমার
খুব জানতে ইচ্ছে করে!
কতো সময় হয়ে গেলো
পার শুধু দেখতে দুচোখ অশ্রুতে ভরে।
একটি মুর্হুর্ত যেনো হাজার
বছরের বিরহ কাতর কান্নায়।
কতো যুগ দেখিনি আমি,
জানি না কেমন আছ ওগো আমার প্রিয়তমা।
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায়
হৃদয়ে হয় রক্ত ক্ষরণ।
ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়
শুধু হয় বার বার তোমার স্মৃতি চারণ।
স্মৃতিগুলো বিস্মৃতি হয়ে বারবার
হৃদয় করে দংশন।
হৃদয়ের পরতে পরতে বিষাক্ত
বিস্মৃতিগুলো রয়েছে জাগ্রত হয় না কভু অপসারণ।
জীবনগতি নেই থেমে তবুও চলছে
অবিরত নতুন অনুরাগের ছোঁয়া।
অসম্ভব তার সান্নিধ্য শুধু শুধু
নিরর্থক অন্তর পোড়ে অঙ্গার হয়ে যাওয়া।
অবুঝ মন নিরুপায় হৃদয়
বিস্মৃতির যাতাকলে বাঁধা।
সতত প্রচেষ্টাও কভূ হয় না
অপসারণ আত্মঘাতী হয়ে আছে যে সর্বদা।
ক্ষনিকের সবক'টি ভূল
নিয়ে গেলো অনেক দূর।
ভূলিতে চাইলেও কেন জানি
যায় না ভূলা শুধু অন্তর করে চৌচির।
মার্চ২৮,২০২১