তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
হৃদয়ের স্পন্দনে স্পন্দনে
আলোড়িত করে শিহরণ তুমিতো হৃদয়কারিণী।
তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
অন্তর করে বিমোহিত মনে
আসে ভালবাসার জোয়ার তুমিতো হৃদয়হারিণী।
তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
অন্তর করে পুলকিত মন হয়
উদ্ভাসিত যেন থৈথৈ তুমিতো ভালবাসার পূজারিণী।
তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
কলিজা করে তীর বিদ্ধ, কণ্ঠনালি
হয় রুদ্ধ তুমিতো আমার ভালবাসার অনুরাগিণী।
তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
মনে লাগে তুমুল রঙ, কল্পনার
রাজ্যে হয় সপ্তরাঙা প্রজাপতি তুমিতো স্বপ্নচারিণী।
তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
সমগ্র শরীরে আসে মৃদু কাঁপুনি,
লুকোচুরি করে ভর, সন্দেহপ্রবণ চাহনি তুমিতো মনমালিণী।
তোমার দৃষ্টি নন্দিত আবেগ
ভরা অনুরাগের অপলক চাহনি।
আপন ভূবনে মিষ্টিমিষ্টি ভাবনা,
রাতজাগা বিভোর স্বপ্ন তুমিতো ভালবাসার নোঙ্গরগাড়াণী।
এপ্রিল ২৭, ২০২১