পৃথিবী চায় একটু শান্তি একটু স্বস্থি উত্তপ্ত
বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ স্থায়ী নিষ্কৃতি।
যুদ্ধের দামামা নিঃসরিত রক্তপাত পৃথিবী
স্থবির মনুষ্যোত্বের চড়ম হইল অবনতি।

বিধাতার নন্দিত এই পৃথিবী কভূ সৃষ্টি হয়নি
স্বার্থ হিংসার অনলে পুড়িয়া ঝরিতে রক্ত।
স্বার্থপরতা আর পশুবৃত্তি রচিত করিয়াছে
এই নির্মল পৃথিবীকে কর্দমাক্ত ও বিষাক্ত।

নিষ্পাপ পৃথিবীতে নিষ্পাপ মানুষ আসিয়া
পৃথিবীকে করিয়াছে অপরূপ সুন্দর নন্দিত।
কেন ডাঙ্গা হাঙ্গামা করিয়া নিরর্থক লোভের
বশবর্তী হইয়া পৃথিবীকে করিবে কলঙ্কিত।

স্বার্থপর নোংড়া অর্থাগ্রাসি লোভী মানুষগুলো
আক্রান্ত মানসিক দৈন্যতা নেই কোন অন্ততুষ্টি।
অর্থালোভে গোপনে ঝরাইতেছে রক্ত লুফিয়া
লইতেছে অপর্যাপ্ত অর্থ তবুও নেই পরিতৃপ্তি।

অর্থখোর অভিশপ্তদের অবৈধ পন্থায় লুটপাটিত
অর্থ নিষ্ফল গঠনতন্ত্রে তাহার ভাগ্য নিরূপণ।
অন্তরে শান্তির বিন্দুমাত্র স্পর্শ ভাগ্যে জোটেনি
কোন দিন এই হতভাগ্যদের করিতে অবগাহন।

অর্থ ক্ষমতার উন্মাদনায় হিংস্রতায় পর্যবসিত
হইয়া করিতেছে শুধু রক্ত ক্ষরণ ও অশান্তি।
বিষদাঁত ভাঙ্গিতে না পাড়িলে চলিবে শুধু জুলুম
নির্যাতন, রক্তপানে গ্রহণ করিবে পরিতৃপ্তি।

মনুষ্যত্বার পুষ্প ডালি তৈরী করিয়া সুসজ্জিত  
করিতে হইবে এই নন্দিত পৃথিবীর পুষ্প বাগান।
ভালো মানুষ হইবে অভিনন্দিত পাপিষ্ঠের বুকে
আঁকিয়া দিতে হইবে ধবংসলীলা ও মৃত্যুর ফরমান।

১৭ফেব্রুয়ারি, ২০২১