মিষ্টি ভেজা স্মৃতিগুলো
ভাবতে খুব মিষ্টি মধুর লাগে।
স্মৃতিগুলো জীবন্ত প্রাণবন্তl
বাস্তব ছাড়িয়ে বর্ধিত উর্ধ্বাকাশে।

শৈশবের ছোট্টছোট্ট স্বার্থপরতা
ভীষণ লজ্জার করে উদ্বেগ।
মনকে ফাঁকি দিয়ে স্মৃতি করি
আড়াল লুকোচুরির ঝড়োমেঘ।

সব কিছুতেই বেশীবেশী যেন
অহেতুক তুলছে ভাবিয়ে।
বাস্তব পুঁজি করে রঙ তুলির
আঁকা কাজ রয়েছে ছড়িয়ে।

নিজ মন নিজেকে দিচ্ছে কেন
জানি এতো ফাঁকি।
কখনো ভাবনা আসেনি কি
রয়েছে যেন জীবনের বাকী।

সঠিক পথ সঠিক মানসিকতা
সম্মুখ গতির সঞ্চালন।
পশ্চাৎপদী ভাবনার নেতি-বাচক
প্রভাব নেই কোন তা প্রয়োজন।

অতীত দেয় শুধু কষ্ট লাঞ্ছনা
সময় করে অপহরণ।
ছোট্ট বড় ভুলগুলো মানসিক
বিপর্যের যেন বদ্ধমূল কারণ।

সম্মুখ গতি সম্মুখ পদচারণার
নেই কোন বিকল্প অনুসরণ।
পশ্চাৎমুখীতা পশ্চাতেই রেখে
নেতি-বাচকতার যেন অপসারণ।

নতুন আশা নতুন কর্মপরিকল্পনা
নতুনত্বের নতুন উন্মোচিত দিগন্ত।
কর্মে উৎকর্ষতা মনের উপর সজীব
প্রভাব মনের প্রফুল্লতা প্রস্ফূটিত।

মে১২, ২০২২